ইউনিয়নের সীমানা:উত্তরে ৫নং কেঁড়াগাছ,পূবে ঝউডাঙ্গা,দক্ষিণে কুশখালী ও পশ্চিমে ভারত।
স্থাপনকাল:১৯৭০ সাল।
.
আয়তন:২৪.৬ কিলোমিটার।
মোট জনসংখ্যা:২৫,৪৬৮। নারী-১২৬৯৮, পুরুষ-১২৭৭০। পরিবার সংখ্যা: ৪৯২৪, ভোটার সংখ্যা: ১১৮২২ জন।
মৌজা সংখ্যা:৪টি, মৌজার নাম: কওনডাঙ্গা , মির্জানগর, বাঁশদহা, বাদহিলকী
গ্রামের সংখ্যা:১৫টি, গ্রামের নাম: গড়িয়াডাঙ্গা, কওনডাঙ্গা, হাওয়ালখালী, রেউই, বারইবায়সা, আইচপাড়া, কামারবায়সা, বালিয়াডাঙ্গা, পাঁচরখী, কাজীপাড়া, বাঁশদহা, কুলিয়াডাঙ্গা,টেংরা, ভবানীপুর, তলুইগাছা
হাট/বাজারের সংখ্যা:৪ টি, যথা-কওনডাঙ্গা, রেউই, বাঁশদহা, তলুইগাছা চৌরঙ্গী।
গ্রোথ সেন্টার:১টি, বাঁশদহা বাজার।
গ্রোথ সেন্টার অফিস:১টি, বাঁশদহাবাজার।
টেলিকম টাওয়ার:২টি, বাংলালিংক, গ্রামীণফোন।
শিক্ষা প্রতিষ্ঠান:
কলেজঃ ১টি, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ, বাঁশদহা, সাতক্ষীরা।
মাধ্যমিক বিদ্যালয়:৩টি, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, বাঁশদহা গালস্ হাইস্কুল।
মাদরাসার সংখ্যা:২টি, মির্জানগর দাখিল মাদরাসা, আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদরাসা,
প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা:সরকারী ৪টি, গড়িয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাওয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাঁচরখী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
রেজিষ্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা:৩টি,আইচপাড়া রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়, কামারবায়সা দক্ষিণপাড়া রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়, বারুইবায়সা রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষার হার:৭০%
রাস্তাঘাট:পাকা রাস্তা ২ কি.মি., এইচবি রাস্তা ১১ কি.মি., কাচা রাস্তা ৪৭ কি.মি.।
কমপ্লেক্সভবন:১টি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: ১টি, রেউই।
কমিউনিটি ক্লিনিক:২টি, ভবানীপুর ও বাঁশদহা
বিওপি ক্যাম্প:১টি,তলুইগাছা,
ডাকঘর:২টি, বাঁশদহা, কাওনডাঙ্গা।
মসজিদের সংখ্যা:২৮টি
পাঞ্জেগানার সংখ্যা:২০টি
মন্দির সংখ্যা:৪টি, বৈকারী কাপালীপাড়া, বৈকারী দক্ষিণপাড়া, বৈকারী কাপালীপাড়া নতুন মন্দির, কাথন্ডা কাপালীপাড়া।
ইদগাহ সংখ্যা:১১টি, শ্মশানঘাট- ২টি, কয়ারবিল বটতলা, বাঁশদহা, সাতক্ষীরা।
রেজিষ্টার ক্লাবের সংখ্যা:১টি
খোয়াড়ের সংখ্যা:১১টি
নলকুপের সংখ্যা:১টি, গভীর নলকূপ: ২১টি, অগভীর নলকূপ: ১০৭৬টি, কৃষিকাজে ব্যবহত নলকূপের সংখ্যা: ৫৬টি।
সেচ ব্যবস্তার কাজে ব্যবহৃত নলকূপ:বিদ্যুত চালিত ৮টি, ডিজেল চালিত ৪৬টি, স্যালো: ৮৬টি।
জমির পরিমাণ:২৫৩৪ হেক্টর, মোট খালের পরিমাণ: ১০ কিলোমিটার
প্রধান প্রধান ফসল:ধান, পাট, গম, আলু, রসুন, সরিসা ইত্যাদি।
বল ফিল্ডের সংখ্যা:৪টি, হওয়ালখালী, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।, রথখোলা , ভবানীপুর