Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

০১ নং বাঁশদহা ইউনিয়ন পরিষদ

অফিস প্রধানের পদবী:

 ০১ নং বাঁশদহা ইউনিয়ন পরিষদ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

অফিসের কার্যক্রম/পরিচিতি:

অত্র  সদর উপজেলার  ০১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদকার্যালয় স্থানীয় সরকার এর অধিনে একটি সরকারী দপ্তর। বিভিন্ন পেশাজীবী মানুষের সমন্বয়ে এখানে স্বেচ্ছায় অথবা সরকারী বা বেসরকারী পৃষ্ঠপোষকতায় সদর উপজেলার  ০১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে নানান দিক দিয়ে বিশেষ পরিচিতি লাভ করেছে। বিশেষ করে এখানে কবি এস ওয়াজেদ আলী জন্মস্থান । সবুজ শ্যামল ঘেরা  আমাদের এই ইউনিয়ন পরিষদে এমন এক জায়গায় অবস্থিত যেটির চারিদিকে গ্রাম আর গ্রাম উত্তরে আইচ পাড়া , দক্ষিনে  ভবানী পুর, পূর্ব দিকে পাঁচ রখী , পশ্চিম দিকে হাওয়াল খালী। সাতক্ষীরা হতে ইউনিয়ন পরিষদে আসতে হলে মাধব কাটি হতে সোজা পশ্চিম দিকে মাত্র ৬ কিঃ মিঃ।